এক ঢিলে দুটি নয় আমি একটি পাখি চাই
এক পথে রোজ আমি একটি ঘরেই যাই
তোমার কাছে!
জন্ম একটি মৃত্যু একটি
সারাটা জীবন হৃদয়বৃত্তি একটি মনের কাছেই-
তোমার সাথে।
আমার দৃষ্টি জুড়ে একটি আকাশ
তার কোলে হাসে একটি সূর্য একটি চন্দ্র
লুটোপুটি খায় খেলে বারোমাস;
কবিতার এই চলন্ত রেলে আমরা সবাই
বসে দাঁড়িয়ে কিংবা ঝুলে যেভাবেই যাই
চালক সেতো একজনই- ‘রবীন্দ্রনাথ’ !