যুগটা যে কলি
অচিন্ত্য সরকার
রটে গেছে এই মস্ত খবর
আসবে এবার নতুন ভোর,
জোরসে দাও জয়ধ্বনি হবে তুমি শিরোমনি
আশায় মরে গোঁয়ার চাষা
পাটের ক্ষেতে পটল খাসা।
সুস্থ মানুষ ভেবেই মরে
অসুস্থ যারা ফুর্তি করে,
খবর ভাসে হাওয়াতে দোষ শুনতে পাওয়াতে
মানির কাছে মান নেই
জ্ঞানীর কাছে টাকা নেই।
আইন-মানা মরছে ভয়ে
ডাকাত চলে বুক ফুলিয়ে,
ঠাকুর করে বাছাই মিছিল করে নাচাই
রাজায় যাকে বলবে ভালো
আঁধার ঘরে জ্বলবে আলো।
আইন চলে আপন পথে
রাজা চলে আগের রথে,
রথ ডিঙতে মানা বর্গিরা দেয় হানা
তুমি আমি সবাই আম
ফেলেই চলি কাল ঘাম।
মজার পরে আসছে মজা
খাজার পরে খাস্তা গজা
পকেট চিচিং ফাঁক মিথ্যে হাঁক ডাক।
মধু লোটে কালো ভোমরা
মিথ্যে চিন্তা করো তোমরা।
ধিতাং নাচো দু’হাত তুলে
চিন্তা ভাবনা শিকেই ভুলে,
বাঁচতে যদি চাও দায় ভুলে যাও
বলছি বটে পারছি কই
মরতে মরতে বেঁচে রই।
সোজা পথের মরণ বাঁক
না বুঝেই মাখছি পাঁক,
যুগটা যে কলি সত্য কানা গলি
যুগের মানান হয়নি তাই
ভুগতে হচ্ছে বড্ড ভাই।