উত্তর
অচিন্ত্য সরকার
আকাশ জুড়ে হাজার তারার মেলা
মিটিমিটি চেয়ে আছে মুখের দিকে
তার ভেতর থেকে হঠাৎ উল্কা পতন
কি কারণে তার এমন অধোঃপতন!
চোখের সামনে কখন রঙ হয় ফিকে
অবসাদে ভরে ওঠে আনন্দের মেলা।
নিজের দুঃখ ভেবে সকলে কষ্ট পায়
পৃথিবী ঈর্ষা করে তারার সুখে দেখে
ডানাহীন ঈষা করে ডানার মুক্তিতে
সকলেই তর্কে মাতে আপন যুক্তিতে
রাধা কেন মরলো বৃথা কলঙ্ক মেখে
সঠিক উত্তর কি খুঁজে পাওয়া যায়?
ছন্দ abc
cba
def
fed