উপহার যখন কাব্য হয়
অচিন্ত্য সরকার
তোরা যখন পরালি,আমার হাতে উপহার
দক্ষিণ বাতাসের পরশে,মন হলো কিশলয়।
আবেগ রুদ্ধ হলো গলা,প্রেমের অভিঘাতে,
নিন্দুকেরা তাকাক বাঁকা,কি এসে যায় তাতে?
সারা বছর তিল তিল করে জমানো তোদের
নিখাদ সোনা-প্রেম,শিক্ষা,শাসন, প্রশ্রয়,খুনসুটি,
অভিমান সব আমার হাতে জ্বল জ্বল করছে
ভালোবাসার রাখী হয়ে।
অর্থ মূল্যে বিচার করা কিংবা বিনিময়ে
কৃতজ্ঞতা,সবটাই হবে মূর্খতা,ভাবনার নীচতা।
সুদ কষুক তারা এসব,পকেট আর পেট,যাদের সব।
তাজ মহলের দামী পাথর দূষণ জ্বলায় হচ্ছে ক্ষীণ,
এ উপহার কাব্য হয়ে,রইলো না আর কালের অধীন।
উপহার যখন আবেগ ছুঁয়ে কাব্য হয়ে রয়,
কালের গর্ভে হারিয়ে যাওয়ার আর কি থাকে ভয়?