গভীর চোখের দু’কূল ছাপিয়ে
উপচে পড়া অশ্রু টলটলে,
তখনও গড়িয়ে পড়িনি কপোলে।
আঙুলে জড়ানো ওড়নার প্রান্ত
দাঁতে চেপে অস্ফুটে বলেছিলে,
‘’আবার দেখা হবে তো?’’
গলা থেকে কান্নার ঢেলা সজোরে
সরিয়ে বলেছিলাম,’’নিশ্চই দেখা হবে’।
দেখা হয়নি আজও ; গঙ্গায় বয়ে গেছে
বহু জল-জারি আছে জীবনের কোলাহল।
কৈশোরের আবেগ তীব্রতা হারিয়েছে
যৌবনের পরিণত বাস্তবতায়............
ঝঞ্ঝাটহীন,সমাজ-সম্মত ভবিষ্যতের খোঁজে
পথ ঘুরে গেছে দুটি বিপরীত মুখে।
বলা কঠিন, কে কেমন আছে সুখে
তবু সাফল্যের কথা পড়শির মুখে মুখে।
শুধু কখনো নির্জন বিষন্নতায় হঠাৎ
মনে পড়ে সেই মুখ অবিকল-অমলিন
কত মুখ হয়েছে ঝাপসা,কত রঙ ফিকে,তবু
আজও সকল সত্তা জুড়ে,তুমি আছো টিকে।