তোমায় যদি পেতাম আবার
অচিন্ত্য সরকার
তোমায় যদি পেতাম আবার,আসত ফিরে একুশ
উত্তরে বায় ফুল ফোটাত,হৃদয় হত ফাগুনী-খুশ।
পানসে প্রেম চার দেওয়ালে,বাউল মন সকাল সাঁজে
ভালো ছেলের বোঝা পিঠে,ক্লান্ত শরীর কাজে কাজে।
তোমায় যদি পেতাম আবার,মনটা হত টিয়া-সবুজ
ভালো ছেলের বোঝা ফেলে,না হয় হতাম একটু অবুঝ।
তোমায় যদি পেতাম আবার,নতুন বছর হতো নতুন
জরা কালের বাঁধন টুটে,লৌহ কঠিন তরল খুন।