হ্যালির ধুমকেতুর মত দেখা দাও
লক্ষ আলোকবর্ষ দূর থেকে,
তবু আশা নিশিদিন একটু ছোঁয়া
তারা খসার অবস্বাদ-অবকাশে।
রাত্র দিন ক্ষণে অক্ষণে
কাজে অকাজে আনমনা,
মলিন পাতার বাদামী-নিরাশা
অশ্রু-পিছল মনের কোনা।
ভোরের স্বপ্নে ফণা তোলে নাগ
বৃথা ঝরে যায় যত অনুরাগ,
ক্লান্ত শিথিল,ব্যর্থ পিছিল
শান্তি নিদ্রা ঘুচায় বিরাগ।
তোমার প্রেম যেন নীল তিমির মারণ খেলা
জানি,মৃত্যুর মুখে চলেছি,তবু যায় না ফেলা।