তোমার অন্বেষণে
অচিন্ত্য সরকার
কত যুগ কেটে গেছে জানিনা অঘোষিত
তপস্যায়,আরও কতো যুগ কেটে যাবে
এভাবে অর্নথ যাযাবরি ব্যস্ততায়,তোমাকে
পাবার তাগিদে মানিয়ে চলার অপেক্ষায়।
তোমায় পাবো বলে নীরব যন্ত্রণায়,হাসি
মুখে ভালোবাসা কেনা করে ব্যাঙ্ক লোন,
শান্ত ঘুমের দেশে অস্থির স্বপ্ন যন্ত্রণাতেও
ইথারি মোহের সুখে শরীর বিহীন মিলন।
লাইট হাউসের আলোক নিশানায় চেয়ে
তোমার ইশারায় ঘন কুয়াশায়,দিক ভুল
করেও এগিয়ে চলা নিশানা ভালোবাসায়
আশা ভঙ্গের দোলায় চড়ে,নতুন আশায়।