আকাশে মেঘ গুলো ছিন্ন ভিন্ন
চাঁদ টা খণ্ড খণ্ড,
তারা গুলো এখানে ওখানে ছড়ানো;
রাত টা বড় অগোছালো।
হাওয়া টা এলোমেলো আনমনা
বসার ধরাট টাতে একটাও লোক নেই,
একটা ভুতুম পেঁচা ডেকে গেল;
রাতটা বড় উদাসীন।
একটা সাইকেল চলে গেল
কুকুর টা অনশন ভাঙার জন্য ব্যস্ত,
আমার কোন ব্যস্ততা নেই;
ধরাতটা বড় অলস।
গাছটায় একটাও পাতা নেই
তবু বেঁচে আছে,হাসি পায়,
বাঁচার কি নিদারুন চেষ্টা
মরণ নিশ্চিত জেনেও।
একটা কুড়ি বাতাসে মাথা দোলাছে
ও ফুল হয়ে ফুটতে চায়,
ও জানে না ফুটলে ঝরে যাবে;
ঠিকানাটা আজও পাই নি।