টাকা নষ্ট
অচিন্ত্য সরকার
ঘোষ বাবু যতন করে
করেন চুলে রং,
সাদা চুল কালো করে
করেন কতো ঢং।
সাধ হয়েছে যুবা হবে
পরে লাল জুতো,
খোকা বাবু সাজতে চায়
করে নানা ছুতো।
ভিটামিন চলছে রোজ
বাড়াতে হবে জোর
ঠাট বাট দেখে লোকের
লাগছে চোখে ঘোর।
বয়সটা মানে না মানা
বেড়েই যায় রোজ,
বাঁধতে বয়স ঘোষ বাবু
মাংস করে ভোজ।
খাওয়াটা বাড়লে আবার
ভুড়ি ফুলে বেলুন,
গ্যাস হয়ে বেরিয়ে যায়
সকল পুষ্টি গুণ।
ঘোষ গিন্নি চেঁচিয়ে বলে
টাকা গেলো জলে,
গ্যাস উড়িয়ে নষ্ট টাকা
টাকাকি গাছে ফলে?
সুদ খাটিয়ে আনি টাকা
গ্যাস উড়িয়ে নষ্ট!
এবার থেকে বন্ধ খাওয়া
খিদেতে করো কষ্ট।