তবু যেন মনটা কাঁদে
অচিন্ত্য সরকার
মায়ের দুধে বাদ সাধল,কুচক্রির কুটিল ছল;
ভাষার জালে দখলদারি,মৌ-লোভী সব কারবারি,
মায়ের নাড়ির বাঁধন টুটে,দাবাতে চায় পায়ের বুটে;
ভেস্তে দিল সব চাতুরি,বাংলা মায়ের ছেলের দল।
বুকের রক্তে রঙিন হলো,রাজপথের কালো শিলা;
মায়ের ভাষা প্রান খোলা,ভাটিয়ালি পাল তোলা,
বাউল সুরে একতারা,আপন ভাবে আত্মহারা;
নাঙা পায়ের প্রভাত ফেরি,সংকল্পে অটল টিলা।
শহীদবেদী গর্বে কয়,মায়ের ভাষায় কথার জয়;
অত্যাচারীর ভাঙল ডানা,আরও প্রবল হলো হানা,
মুক্তিসেনা উঠল জেগে,প্রত্যাঘাত তীব্র বেগে;
বায়ান্ন দিল প্রত্যয়,একাত্তর আনল পূর্ণ জয়।
বাংলা আজ মধুরতম,কাব্যে কথায় মনোরম;
বিশ্বজোড়া আসন তার,কণ্ঠজোড়া মনিহার,
তবু যেন মনটা কাঁদে,নোংরা যত খিস্তি ফাঁদে
অকারণে ধর্ষিতা হয়, আমার ভাষা হরদম।