স্বপ্ন দেখি
অচিন্ত্য সরকার
স্বপ্ন দেখি সবুজ পাতা
স্বপ্ন দেখি মায়া-পলি মাটি,
স্বপ্ন দেখি মাটির উঠোন
গোবর জলে নিকোনো খাঁটি।
স্বপ্ন দেখি শুদ্ধ গঙ্গা
স্বপ্ন দেখি শুদ্ধ ভাষা,
স্বপ্ন দেখি পাল তোলা নাও
স্বপ্ন দেখি হাসছে চাষা।
স্বপ্ন দেখি উষ্ণ হৃদয়
স্বপ্ন দেখি প্রেম-অভিমান,
স্বপ্ন দেখি ফুলের সাজে
প্রিয়ার কণ্ঠে সুখের গান।
স্বপ্ন দেখি যন্ত্র দানব
ছাড়ছে না আর কালো শ্বাস,
স্বপ্ন দেখি বাউল হাওয়ায়
নদীর তীরে দুলছে কাশ।
স্বপ্ন দেখি সুস্থ মানুষ
স্বপ্ন দেখি সুনীল আকাশ,
স্বপ্ন দেখি হৃদয় কথা
স্বপ্ন দেখি শুদ্ধ বাতাস।
স্বপ্ন দেখি শুদ্ধ খাবার
স্বপ্ন দেখি শুদ্ধ জল,
স্বপ্ন দেখি ফুলের বাগান
স্বপ্ন দেখি বিশুদ্ধ ফল।
স্বপ্ন দেখি মাটির পৃ্থিবী
স্বপ্ন দেখি ভরাট বন,
স্বপ্ন দেখি সরল জীবন
মাটির ঘরে শুদ্ধ মন।
স্বপ্ন দেখি তোমার আমার
প্রেম ভরা মনের গলি,
স্বপ্ন দেখি মনের রঙে
কাজের মাঝে নিত্য হোলি।