স্বাধীনতা মানে-
রাস্তা টা কে বাপের সম্পত্তি করা,
আঠাশ পুরুষের আখের গোছানো,
আইন কে কলা দেখিয়ে মধু লোটা,
জনার্দনের রুক্ষ মাথায় কাঁঠাল ভাঙা ,
কিংবা, দেশের ঊর্ধ্বে কেদারা-নীতি নয়।
স্বাধীনতা মানে-
চেয়ারের পায়ার চাপে অন্যের শ্বাসরোধ,
সংখ্যাগুরুর আস্ফালন,সংখ্যালঘুর বর্মে-
যা খুশি করার অধিকার,গা বাঁচিয়ে চলা,
সংরক্ষণ,চেয়ার বাঁচানোর ব্যালট-পলিটিক্স ,
কিংবা,নেতা-ভক্তের উন্মত্ত দাপাদাপি নয়।
স্বাধীনতা মানে-
ঢাক পিটিয়ে গায়ের জোরে প্রেম জানানো,
বিকৃত ভাষার আস্ফালন,আপন কর্তব্য ফাঁকি
দিয়ে বুদ্ধিমত্তা জ্ঞাপন, মুর্খের আত্মবিশ্বাস,
আইন-মানা সাধারন মানুষের শক্তিহীনতা,
কিংবা, রাজকীয় ছলাকলা, কোনটাই নয়।
তবে কি স্বাধীনতা মানে-
মানুষ,নাগরিক শতখন্ড করে দলিত,সংখ্যালঘু
আর নারী-পুরুষে ভগ্নাংশ ইভিএম পাটিগণীত?
সুপারিশ ও সুপারি সংস্কৃতি,তোষামদি,তাবেদারি,
গায়ের জোরে ভোট লোটা,মারামারি,ভাইগিরি
কিংবা,রাম-রহিমের জীবাশ্ম খোঁজার বাড়াবাড়ি?
বন্ধু,স্বাধীনতা মানে-
রক্ত-স্নাত রাত্রি শেষে, উদ্বেগশূণ্য নির্মল ভোর;
শ্রেণীহীন মানবতায় অসহায়-এর হাত যত্নে ধরা,
ন্যায় অধিকার রক্ষায় সৎ-সংযম,গুনি সমাদর;
মনের কথা সোজাভাবে বলার পরিবেশ। অন্যের
পাঁচিল বাঁচিয়ে, খোলা ছাঁদে নিশ্চিন্ত রাত্রি যাপন।