সুখ গেলা দায়
অচিন্ত্য সরকার
তোমার চোখের যাদু,রঙের বদল
জীবনের যাত্রা পথে ওলট পুরান,
ব্যঙ্গমা ব্যঙ্গমী খেলা খুশির উড়ান
হৃদয় জুড়ে নাচন বেতাল মাদল।
বাসা গড়ার প্রেরণা,মন মেলে দল
গড় কুটো জমা করে গুন গুন গান,
শরীরে শরীরে দোল,প্রেমের বিতান
রামধনু রঙ মেখে প্রেম প্রেম ছল।
দিন যায় শক্তি যায়,মন হা-হুতাস,
মন যদি দাবিদার,খোঁজা বড় ভার,
ভরা ঘরে শূন্য মন অস্থির শয্যায়।
ছিন্ন বাসা ছিন্ন মন,তবু সাথে বাস,
শূন্য হৃদয় ভাড়ার,কেও নয় কার,
প্রেমহীন অট্টালিকা,সুখ গেলা দায়।
রীতি- পেত্রার্কীয়(Petrarchan Sonnet)
অন্তমিল বিশ্লেষণ: অষ্টক (Octave)
ABBA ABBA
ষষ্টক(Sestet)CDE CDE
লাইন-১৪
প্রতিলাইনে ১৪ মাত্রা (৮+৬)