সুখ
অচিন্ত্য সরকার
শান বাঁধানো দীঘির ঘাটে
যে মেয়েটি নামছিলো,
দীঘির মতো চোখ যে তার
আমায় ডুবিয়ে নিলো।
ইন্টারনেট হীন গ্রামে ওর
কাটে কিশোরী বেলা,
উঠোনে দাগ কেটে চলে
চু কিৎ কিৎ খেলা।
অঙ্গ জুড়ে সতেজ সুবাস
মাথায় বেনী দোলে,
ওর সঙ্গে কাটতে সাঁতার
হাঁসেরা ডানা খোলে।
সরল বুকে সতেজ প্রেম
ঠোঁট আদর খোলা,
ছলচাতুরী বোঝেনা কিছু
ও যে আপন ভোলা।
চোখের গভীরে ডুবে আমি
হাবুডুবু খাই একলা,
লাফে ঝাঁপে সোনার হরিণ
আনমনে করে খেলা।
ধোঁয়া ধুলোর এই জঞ্জালে
চপলা তোমার সঙ্গ,
আনতে পারে এক লহমায়
স্বর্গ সুখের অনুসঙ্গ।