সুকান্তরা রোজই লড়ে
অচিন্ত্য সরকার
তোমারা যারা আছো সুখে
রসে বশে প্রিয়ার সাথে,
তাদের কাছে চাঁদের কনা
মায়া-পরী স্বপ্নে আসে।
পূর্নীমাতে জোছনা ঢালে
চরকা কাটে গল্প-দেশে,
স্বপ্ন গুলো রঙিন হয়ে
দেয় ধরা সুখের বেশে।
কিন্তু সেই সে ছোট্ট ছেলে
রেশন লাইনে দাঁড়িয়ে সারা,
স্বপ্ন গুলো রোদে শুকায়
চাঁদ যে তখন গল্প হারা।
ক্ষিদের পেটে জ্বলে আগুন
বৃষ্টি জলে ফুটি খড় চালায়,
চাঁদ যে তখন মাটির ঘরের
ঝলসা রুটি টিনের থালায়।
যে কবির পেট ক্ষুধায় জ্বলে
খাবার খুঁজতে ব্যস্ত প্রানে,
উলঙ্গ ছেলে শীতে কাঁপে
ফ্যানের গন্ধ ফুলের ঘ্রানে।
শিশুরা তো বাঁচতে চায়
শুদ্ধ বাতাসে নিয়ে শ্বাস,
যুগে যুগে বীর সুকান্তরা
দিতে আসে সেই আশ্বাস।
খিদের পেটে ছন্দরা সব
গদ্য মেখে ঘুমিয়ে পড়ে,
বারুদ নিয়ে কাঠি মুকে
সুকান্তরা রোজই লড়ে।