সুজন বিনে
অচিন্ত্য সরকার
চোখের জলের দাম যদি কেউ
নাইবা দিতে পারে,
মিথ্যে কেবল দুখের কাহিনী
আমরা বলি তারে।
জীবন মানে দুঃখ ইতিকথা
ক্ষণিক সুখের ঢেও,
বলতে ব্যস্ত সবাই আগেভাগে
শোনার নেই কেও।
কষ্ট ভাগের বন্ধু কোথায় পাই
সবাই চায় ভাগ দিতে,
চোখের জল তাই বৃথাই বয়
সুজন হীন পৃথিবীতে।
বন্ধু বাড়ে রোজ ফেসবুকে
তবু বড্ড একা মণ,
হৃদয় রোজ নীরবে কাঁদে
খোঁজ নেবে ক'জন।
চোখের জল অজান্তে বয়
মণ-মরুর রুক্ষ বুকে,
বন্ধু তুমি পাল তুলে দাও
প্রেম নদীর রসাল সুখে।