সব আগল ঠেলে
অচিন্ত্য সরকার
সে কবিতা পড়ে না,কবিতা বোঝে না, ভালোবাসার স্বর্গপুরে নেই তার বৈধ প্রবেশ অধিকার।সে শুধু ঘুরে মরে,দেহ গলির অন্ধ কারাগারে,কোলাহলে দূষিত করে জগৎ সংসার। পেট আর পকেট,ভেট আর রকেট,ব্যস্ত নিয়ে পাটিগণিত,নাকের ছন্দে,আতরের গন্ধে ঘুমের দেশে শীতল শোণিত।কবিতা তো হৃদয়ের বুদবুদ,অনুভবের কথাকলি,যে ভাবের স্বাদ নিতে,ফুলের কাছে গুনগুনিয়ে আসে অলি।কবিতারা ভালোবাসার শীতলপাটী,যার প্রতিটি বুননে আছে কখমলি উষ্ণতার পরিপাটি।উষ্ণতা দিয়ে শীতল করে উত্তপ্ত কলেবরে,প্রেমেরা সব মূর্ত হয়ে,শিশুর হাসিতে ঝরে ঘরে ঘরে।কবিতা বই এর পাতায় নয়, কবিতা কলমে নয়,কবিতা পাতায় পাতায় ভূবনময়,তাই জলে,স্হলে, ছন্দ তালে বিশ্বভূবন প্রেমময়। কবিতা আর প্রেম সে তো উষ্ণতার তারতম্যে বাতাসের আনাগোনা, বয়ে গেছে তার কারো রক্ত চক্ষুর শাসন শোনা।তোমার প্রতি আমার প্রেম,সেও তো,কবিতা গানের সুক্ষ্ম তানে বাঁধা, আশৈশব জমানো হেম। লকডাউনের নিস্তব্দতা, শহুরে ব্যস্ততা কিংবা পেট পকেটের বাস্তবতা-সব কিছুর আগল ঠেলে,তোমার কাব্য গানে পাপড়ি মেলে প্রাণে,সুখে দুঃখে নিত্যদিনের বাঁচার ঘ্রাণে।