শিশু ছড়া (২১-৩০)
অচিন্ত্য সরকার
[২১]
দূর আকাশে রামধনু
সাত রঙেতে আঁকা,
গছের ডালে বীর হনু
লেজ টি তার বাঁকা।
[২২]
রাম চন্দ্র বনবাসে
সীতা তাঁর সাথী,
ধনুক হাতে দাঁড়িয়ে আছে
দশরথের নাতী ।
[২৩]
সৌরভ ব্যাট করে
হারভজন বল,
পড়াশুনো সাঙ্গ করে
খেলার মাঠে চল।
[২৪]
ওঠ ছূড়ি তোর বে
টোপর মাথায় দে,
বর হয়েছে কে?
হারাধন দে ।
[২৫]
দুই অক্ষর নাম তার
জ্ঞানের আগার,
বলতে পার খোকন সোনা
নাম টা কী তার ?
[২৬]
গাছ দেয় ফুল ফল
দেয় প্রান বায়ু
গাছ কাটলে ক্ষয় হয়।
আমাদেরই আয়ু।
[২৭]
ফুল ছিড়োনা ফুল ছিড়োনা
ছিড়োনা গাছের পাতা,
গাছ কেটোনা,গাছ মেরোনা
গাছই অন্ন দাতা।
[২৮]
গাছ কাটলে দূষণ বাড়ে
মাটির হয় ক্ষয়,
নতুন গাছ লাগালে পরে
আর নেয় ভয় ।
[২৯]
ঘণ্টা বাজে ঢং ঢং
ছোটে খোকা হন্ হন্
ওরে খোকা শোন শোন
বায়ু বয় শন্ শন্ ।
[৩০]
ডান দিকে ফিরে থাকে ‘b’
বাম দিকে ফিরে থাকে ‘d’
আমি আর কোন দিন
ভুল করতে পারি কি ?