শিশু ছড়া (৩১-৪০)
অচিন্ত্য সরকার
[৩১]
পিছন পানে ছুটছে গাছ, ছুটছে মাঠ
ছুটছে যত ঘর বাড়ি
আমি কিন্তু যাচ্ছি চড়ে
মস্ত একটা রেল গাড়ি ।
ঠন্ডা হাওয়ার আল্গা স্রোত
লাগছে চোখে মুখে
চোখের পাতা মুদে আসে
আবেশ মাখা সুখে।
[৩২]
ছোট্ট মেয়ে ফুটফুটে
মুখ টা বড়ই মিষ্টি,
রঙ টা অতি টুকটুকে
গভীর চোখের দৄষ্টি ।।
যখন তখন বায়না ধরে
এটা ওটা সেটা,
একটু সে রয়না ঘরে
দেও না তুমি যেটা ।।
খলখলিয়ে হাসছে যেন,
ঝর্না ঝরা বৄষ্টি,
ফুলপরীদের সাথে সে ও
অপরূপ এক সৄষ্টি ।
[৩৩]
এই পৃথিবীর বিশাল ঘরে
সূর্য্য দিল আলো,
চাঁদ আর তারা মিলে
ঘুচলো সব কালো ।
মেঘের বুকের শক্তি ধরে
আলো জ্বলল তারে,
বাতাস দিল প্রান বায়ু
শুদ্ধ রাখ তারে ।
[৩৪]
ইংরাজী টা শক্ত অতি
ভাষা বিদেশি,
অংক টা তবু ভালো
পাটীগণিত টা দেশী ।
বাংলা টা মাতৃভাষা
জলের মতো সোজা,
মুখস্থ করতে হলে
ভূগোল টা বোঝা ।
ইতিহাসের কথাই নেই
এক্কে বারে জল,
লেগে যদি থাকতে পার
পাবেই তাতে ফল ।
বিজ্ঞান আর এমন কি?
যুক্তি দিয়ে পড়া,
রসায়ন তা তবে ভাই
একটু বেশি কড়া ।
বুঝলে না ত কিছুই
আরে কাটলাম আমি ছড়া ।
[৩৫]
নীল আকাশে ভেসে বেড়ায়
সাদা মেঘের ভেলা,
নদীর তীরে বসেছে আজ
কাশ ফুলের মেলা ।
শরৎ এল, এল পূজো
পড়াশুনা শেষ,
অনেক খেলা, অনেক হাসি
দিন কাটবে বেশ ।
নতুন জামা ,নতুন জুতো
মায়ের নতুন শাড়ী,
মামা মাসি,ঠাম্মি পিসি
খুশিতে ভরা বাড়ি ।
মাছ মাংস, মিষ্টি মিঠাই
অভাব নেই কিছু ,
ঘোরা ঘুরি পুজো দেখা –
আরও কত কিছু ।
মা দুর্গা দশ ভুজা
মর্তে এস মা,
ঘুছিয়ে দাও শোক তাপ
দুঃখ আছে যা ।
,
[৩৬]
শিল্প চাই , শিল্প চাই ,
হুজুক উঠেছে,
সোনার জমি খরা করে
কোন কারনে রে ?
এক মুঠো ধান ছড়িয়ে দিলে
হাজার মুঠো হয়,
কৃষিই হলে লাভজনক
চষির কিসে ভয়।
বন্ধ্যা ভুমে শিল্প হলে
নেই তাতে ক্ষতি,
সোনার জমি নষ্ট হলে
দুঃখ হবে অতি।
[৩৭]
সার নেই বীজ নেই
নেই সেচের জল,
চাষির ঘরে খাবার নেই
পোড়ে গাছের ফল।
খরায় খরায় জজ্জর
কি করি কি করি!
মেঘ দাও, জল দাও
বরুণ দেবে স্মরি
[৩৮]
খোকন সোনা বল জোর করে বল
ক,খ,গ,ঘ,ঙ
না না সোনামণি হাঁই তুল না এখনি
বল চ,ছ,জ,ঝ,ঞ ।
ঞ টা কঠিন বড়? হোক তার পরে পড়
ট,ঠ,ড,ঢ,ণ,
মূর্ধণ্য ন্যাড়া কেণ? ন্যাড়া হতে যাবে কেন?ণ?
বল ত,থ,দ,ধ,ন ।
এখনি ঘুমে ঢুলু কোথা ওরে,আয় ভুলু
পাখা আণ,মশারি টানা
খোকাবাবু ক্লান্ত সারা পাড়া শান্ত
কথা বলা একটিও মানা ।
[৩৯]
ছোট্ট পাখি টুনটুনি
সবুজ পাখি টিয়ে
ময়না পাখিও গান ধরেছে
কাঠঠোকরার বিয়ে।
ময়ূর দেখ পেখম মেলে
কোকিল ধরে তান
দোয়েল ফিঙে লেজ দোলায়
শালিক বিলোয় পান।
[৪০]
হরিণ ভায়া হারিণ ভায়া,
মাথায় কেন ডাল?
বলব পরে আগে বল
ধানে কেন চাল?
বাঘ মামা বাঘ মামা,
গায়ে কেন ডোরা?
মাথায় তোর চুল কেন,
বল তো আগে ছোড়া?
গণ্ডার ভাই গণ্ডার ভাই,
নাকে কেন খাড়া?
উত্তর টা পেয়ে যাবি
এক পা আগে বাড়া!