শিশু ছড়া (৬৬-৭০)
অচিন্ত্য সরকার
[৬৬]
মাঠের সেই প্রাচীন বট
বয়স একশ কুড়ি,
তলায় বসেছে পুজোর ঘট
নেমেছে মস্ত ঝুরি।
চৈত্রে বসে চড়কের মেলা
মুখর হয় বটের তলা,
খুশিতে ভরা কত খেলা
মুখে সেসব যায়না বলা।
[৬৭]
ফলের রাজা আম
কতনা তার রকমফের
ন্যাংড়া,ফজলি,বোম্বাই
আরো কত আছে ঢের।
হিমসাগর ,গোলাপখাস
আছে আম্রপালি,
তপ্ত দুপুরে প্রাণটা জুড়বে
খাও যদি একফালি।
গোবিন্দভোগ?সেও আছে
আছে কাঁচামিঠে,
চুরি করতে যাবার আগে
বস্তা বেঁধো পিঠে।
[৬৮]
কাঠঠোকরা ঠকাস্ ঠকাস্
শব্দ কেন করিস?
শক্ত কাঠে করতে ফোঁকর
কষ্ট করে মরিস।
আসবে কুটুম জানাস তাই
মিথ্যে কেন বলিস ভাই,
জানিস তোরে মাথার ঘাম
পায়ে ফেলে খাই।
[৬৯]
গঞ্জের নাম আশাশুনি
অদুরে তার কপিল্মুনি।
হাট বসে রোজ শুক্রবারে,
বটের ছায়ে নদীর ধারে।
হাটুরে সব মাথায় মোট
হাটে যায় বেঁধে জোট।
রাত্রি হয় যতই গভীর
কমতে থাকে হাটের ভিড়।
দোকান গোটায় বিশু চামার
তবু কাজ করে যায় নিরা কামার।
[৭০]
জোড়াসাঁকোর ছোট্ট রবি,
আজ আমাদের রবীন্দ্রনাথ
সাহিত্যে নোবেল জিতে
করল সারা বিশ্ব মাৎ।
গুরুদেব তিনি মোদের
পথ দেখাবার আলোকদিশা,
বাঙালির কপালে তিনি
গৌরবের এক মস্ত টীকা।