শিশু ছড়া (৬১-৬৫)
                  অচিন্ত্য সরকার


                [৬১]
ঘোড়া ছোটে টক্ বক্ টক্ বক্
কলসি ভরে বগ্ বগ্,
পায়রা ডাকে বক্ বক্
বকম্ বক্ বকম্ বক্ বক্।

বাতাস বয় শন্ শন্ শন্ শন্
মাছি ওড়ে ভন্ ভন্
পাখা ঘোরে ফন্ ফন্
ফোঁড়া পাকলে টন্ টন্ টন্ টন্ ।

             [৬২]
আমার সোনার বাংলা
মাটিতে তার সোনা,
ফসল উঠবে গোলা ভরে
বীজ যদি যায় বোনা।

এমন মাটি নাইরে কোথাও
নাইরে এমন বায়ু,
সবুজ ঘেরা মাঠ বনানী
বাড়িয়ে দেবে আয়ু ।


         [৬৩]
ফুটফুটে মেয়ে ছিল এক
মুখটি বড়ই মিষ্টি,
কথা একটু কড়া হলেই
দু’চোখে ঝরে বৃষ্টি ।

পড়তে এসে একদিন তার
ভাল হয়নি পড়া,
উপাই কি আর আমায় একটু
হতেই হল কড়া।

কি আর বলব, অমনি তার
চোখে বর্ষা ধারা,
শাসন তখন উঠল শিখে
শান্ত করতে হলাম সারা ।


              [৬৪]
পাতায় পাতায় নেচে বেড়ায়
ভোরের সোনা আলো,
ভোর বেলা উঠলে খোকা
লাগবে তোমার ভাল ।

ভোরের বাতাস শুদ্ধ অতি
জুড়িয়ে দেবে প্রাণ,
ঝিরঝিরিয়ে আসবে ভেসে
নানান ফুলের ঘ্রাণ।


           [৬৫]
থালার মত চাঁদ উঠেছে
দেখ না চেয়ে আকাশে
নানা ফুলের সুবাস ভরা
আজকে রাতের বাতাসে।

চাঁদের আলোয় ভরে গেছে
আমাদের এই পৃথিবী
জোছনা রানী সোহাগ মেখে
হয়েছে আজ মায়াবী।