শিশু ছড়া (৭১-৭৫)
অচিন্ত্য সরকার
[৭১]
ভোর হোল ভোর হোল
ঘুচল রাতের কালো,
একটু পরেই উঠবে রবি
সাথে নিয়ে সোনার আলো।
ভরে যাবে এই পৃথিবী
আলোয় সোনা-ঝরা,
কর্ম পথে ছুটবে সবাই
মুখর হবে ধরা।
[৭২]
ছুটছে মাটির তলা দিয়ে
শোঁ শোঁ শোঁ পাতাল রেল
মাটির উপর লোহার পথে
ঝম্ ঝম্ ঝম্ কালকা মেল।
আকাশ পথে ছুটছে বিমান
বায়ুর সাথে পাল্লা দিয়ে,
সাগর বুকে জাহাজ ছোটে
মস্ত বোঝা বুকে নিয়ে।
পশ্চিম থেকে পুব দিকে
পৃথিবী ছোটে হন্ হন্ ,
মাথাটা ঠিক রাখতে হবে
যখন জগৎ ঘুরছে ভন্ ভন্।
[৭৩]
ও ঠাকমা, ও দাদু,
আসছে দেখ পিসি,ভাদু!
মা,এগিয়ে দেখোনা,
রাগ করে আর থেকোনা।
বাবা, এখন ওঠ
বাজার ঘাটে ছোট।
দেখে যা না ,দাদা
পিসির সাথে রনোদাদা।
হৈ-হুল্লোড় হবে বেশ
তাড়াতাড়ি পড়া শেষ।
[৭৪]
মা, টিভি টা একটু দাও না ছেড়ে
কার্টুন দেখব একটু খানি,
কার্টুন দেখতে হবে না আর
ঘুমিয়ে নাও ঘণ্টা খানি।
ঘুমাব না,পড়বও না
আগে কার্টুন দেখতে দাও।
মুখে মুখে তর্ক হচ্ছে?
আগে পড়তে বসে যাও।
সিঞ্চন টা দেখে মা গো
পরে ঠিকই পড়ব,
মন দিয়ে লেখাপড়া
সবই আমি করব।
[৭৫]
ছোট্ট ছেলে রাজ
সারাদিন ছুটোছুটি,লাফালাফি,
তিড়িং বিড়িং ছাড়া...
আর তার নেই কোন কাজ।
আর লেখাপড়া?
অ,আ,ক,খ,
একে চন্দ্র ছাড়া...
গোটা কতক শুধু ছড়া