শিশু ছড়া (১-১০)
অচিন্ত্য সরকার
[১]
আমার সোনা অহনা
ধরেছে এক বায়না,
এবার পুজো চাই তার
খাঁটি সোনার গয়না।
[২]
বুগলি আমার সোনা পাখি
বোগলু আমার ধন,
দু’ভাই বোনে হেসে খেলে
ভরিয়েছে মোর মন।
[৩]
পুজোর সময় ভারি মজা
নতুন জুতো নতুন জামা,
সেই খুশিতে খোকন সোনা
সারা বাড়ি দেয় হামা।
[৪]
শরৎ এল,এল পূজো
ফুটল কাশ ফুল,
নতুন ফিতে কিনলে তবে
বাঁধবে খুকু চুল।
[৫]
রাম বড় না রাহিম বড়,
ঝগড়া কিসের গা?
রাম রাহিম দু’ভাই হলে
ক্ষতি কিসের বা !
[৬]
মেঘে মেঘে ঘষা লেগে
বিদ্যুৎ চমকায়,
ঘরে এসো খোকা বাবু’
মা ঐ ধমকায়।
[৭]
আকাশ ঘিরে আলোর মেলা
হাজার তারার ফুল,
খুকু আমার ঘরের আলো
কানে ঝুমকো দুল।
[৮]
সন্ধ্যা হল ফুটলো তারা
সূর্য গেল পাটে,
ফিরছে তারা বাড়ির পাথে
ছিল যারা মাঠে।
[৯]
টাপুর টুপুর বৃষ্টি পড়ে
খোকন সোনা এস ঘরে,
সোনা বাবু,তুমি আমার,
খেলতে হলে যেও পরে।
[১০]
ইঁদুর ছানা,ইঁদুর ছানা,
ছুটছো কোথায় লেজ তুলে?
মেনি মাসীর আসার সময়,
থাকতে কি আর পারি ভুলে?