শিশু ছড়া (৯১-৯৫)
অচিন্ত্য সরকার
[৯১]
আকাশ জুড়ে করল মেঘ
বেড়ে গেল বায়ুর বেগ।
এবার বুঝি আসবে ঝড়
বাজ পড়বে কড়াৎ কড়।
ঝড়ে্র বেগে ভাঙবে ঘর
গাছ পড়বে মাথার ‘পর।
হয়ত আসবে প্রবল বৃষ্টি
ভাঙবে বাঁধ,ড়ুবাবে সৃষ্টি।
ভাবছ কেন অযথা এত,
মেঘ কাটছে ঐ যে দেখ।
রোদ উঠেছে সোনা ঝরা
অযথা কেন ভয় করা?
[৯২]
টুনটুনির ছোট্ট ছানা,হয়নি ভালো ডানা
উড়তে যদি চায় এখন,করিস তারে মানা।
পুসি বেড়াল বেড়ায় ঘুরে,ঐ যে কিছু দূরে
সুযোগ পেলে নেবে তাকে,মুখের ভিতরে।
[৯৩]
বেলুন নেবে,বেলুন?
লাল,নীল,সবুজ
আয়রে সকল কচিকাঁচা
আয় দুরন্ত অবুজ।
কাঁদিস নারে ঘরে বসে
আয় ছুটে আয় এখানে,
রামধনু রঙ বেলুন দেব
ভালো করে দেখে নে।
বেলুন ভরা স্বপ্ন আছে
ভর করে তার পাখায়
যা ছুটে যা ঐ সুদূরে
মন যেতে চায় যেথায়।
[৯৪]
কঁচি পাতায় দেখ চেয়ে
আলো ছায়ার খেলা,
মিষ্টি রোদের লুকোচুরি
মিষ্টি সকাল বেলা।
কাল রাতে যে ঝড় হয়েছে
নেই তার কোন চিহ্ন,
সোনা রোদের মিষ্টি ছটায়
চিত্র টা আজ ভিন্ন।
[৯৫]
শহরবাসী মানুষ মোরা
আরামের নেই শেষ,
পাওয়ার কাট হলে বুঝি
যন্ত্রনা কি অশেষ!
গরমে হাঁস ফাঁস
বন্ধ হয়ে আসে শ্বাস,
মনে হয় ভাল অধিক
গাছের তলায় বাস।
ধুলো বালি দুর্গন্ধ
শব্দ কান ফাটা,
গতির মাঝে বন্ধ গতি
জ্যামে বন্ধ ঘড়ির কাটা।
ইট পাথরের জঙ্গলে
যেন কারাবাস,
স্বস্তিহীন,আবেগহীন
সুখের নগর বাস।