শিশু ছড়া (৫৬-৬০)
    অচিন্ত্য সরকার

       [৫৬]
গুনগুন সারা রাত
গান গেয়ে যায় মশা,
কামড়ে তার অস্থির হওয়া
যায় না একটু বসা।

মশারি টা টানিয়ে নিয়ে
শোওয়া চাই রাতে,
মশার কামড় অধিক হলে
অসুখ করে তাতে ।

                 [৫৭]
ওগো দূর গগনের রামধনু,
আমায় দেবে একটু রঙ?
তোমার রঙে করে রঙিন
আঁকবো ছবি নানান রঙ।

নদী পাহাড় নীল সমুদ্রর
চাঁদের দেশের ফুলপরি,
লাল,নীল,হলুদ,সবুজ
নানান রঙে রঙিন করি।

মুঠো মুঠো সবুজ রঙে
সবার মন রাঙিয়ে দেবো,
দুঃখ জরা ঝেড়ে ফেলে
প্রাণটাকে ভরিয়ে নেবো।

              
         [৫৮]
কালোর বোন আলো
মেয়েটি বড়ই ভালো,
লোকে বলত বউ হলে
ঘর করবে আলো।

কিন্তু বেচারা কালো
লাগত না তার ভালো,
মন্দ তারে বলত না কেউ
তবে রঙটা যে তার কালো।


        [৫৯]
তা ধিন্ ধিন্ তা
তা ধিন্ ধিন্ তা
যেখানে খুশি সেখানে যা
যা পাবি তা খা।
না তিন্ তিন্ না
না তিন্ তিন্ না,
যেখানে খুশি সেখানে যা?
যেটা পাবি সেটা খা?
না না না সেটা হবে না
সেটা যদি করো তবে,
কানটি মলে দেবে মা
বাবা ভেঙে দেবে পা।
মা পা ধানি সা
সা রে গা রে গা
বাড়াস নে আর পা
শিগ্গি্র ঘরে যা
শিগ্গি্র ঘরে যা।।

            
         [৬০]
সরস্বতী বিদ্যার দেবী
বিদ্যা মাগো দাও,
আমার যত অজ্ঞনতা
দূর করে দাও ।

তোমার হাতে আছে বীণা
তাই তুমি বীণাপানি,
সুর ছন্দের আকর বলে
তোমায় মোরা জানি।

তুমি মাগো কৃপা কর
আমায় দাও জ্ঞান,
সদা যেন তোমায় স্মরি
তোমায় করি ধ্যান ।।