শিশু ছড়া (৫১-৫৫)    
          অচিন্ত্য সরকার

              [৫১]
এক দুই তিন চার
পড়া হয়নি কার কার?

পাঁচ ছয় সাত আট
পড় বসে পরিপাট ।

নয় দশ এগার বার
খুখু মনি ,পড় আরো।

তের চৌদ্দ পনের ষোল
বই খাতা গুছিয়ে তোল।

সতের আঠার ঊনিশ কুড়ি
খাবে এখন মশলা মুড়ি ।


         [৫২]
মেঘ বৃষ্টির লুকোচুরি
চলছে সারা দিন টি জুড়ে,
এরই মাঝে ধিন্ তা ধিন্
খোকন সোনা বেড়ায় ঘুরে।

মেঘের মাঝে উঁকি মারে
হঠাৎ সোনা রোদ্দুর,
মা বলেন, খোকন সোনা
যাস্ না যেন বেশি দূর।


       [৫৩]
এক এক্কে এক ছয় এক্কে ছয়
চোখ খুলে দেখ। কিসের এত ভয়?

দুই এক্কে দুই সাত এক্কে সাত
পারবি পড়্তে তুই। এক সাথে থাক।

তিন এক্কে তিন আট এক্কে আট
গলা কেন ক্ষিন। পেন্সিল টা কাট।

চার এক্কে চার। নয় এক্কে নয়
মানবে না তো হার। আর নেই ভয়।

পাঁচ এক্কে পাঁচ দশ এক্কে দশ
বই করোনা ভাঁজ।  একটু এবার বস।


               [৫৪]
শিশির ভেজা ঘাসের উপর
শরৎ ভোরের শিউলি ফুল,
তারার মত ফুটে আছে
হলুদ সাদা তুল তুল।

খুকু মনি, আয়না সোনা
ফুলগুলো নে কুড়িয়ে,
গাঁথবি মালা,পরবি গলায়
দেখে নয়ন যাবে জুড়িয়ে।


         [৫৫]
বৃষ্টি পড়ে  বৃষ্টি পড়ে
পদ্ম পাতায় কচু পাতায়,
টাপুর টুপুর বৃষ্টি পড়ে  
টিনে ছাওয়া ঘরের মাথায়।

রিম ঝিম ঝিম বৃষ্টি পড়ে  
ঝোপে ঝাড়ে পুকুর পড়ে,
ঝির ঝির ঝির বৃষ্টি পড়ে  
ঐ যে দূরে মাঠের পরে।

ঐ যে খোকা মাথায় ছাতা
দুলকি চালে চলছে দুলে,
তাকে কেবল ভিজিয়ে দিতে
বৃষ্টি  তুমি গেছো ভুলে ।