শিশু ছড়া (১১-২০)
অচিন্ত্য সরকার
[ ১১] সময় কথা বলে
টিক্ টিক্ টিক্
পড়াশুনা খেলাধুলা
হওয়া চাই ঠিক্।
[১২]
ঢঙ ঢঙ ঢঙ ঘন্টা বাজে
এবার হল ছুটি,
আন্টি বলে,খোকন সোনা,
করো না ছুটোছুটি ।
[ ১৩]
রানু বলে কাকামনি
বানান বড়ই শক্ত,
বই পড়াটা মজার হত
যদি বানান না থাকত।
[১৪]
চলে যেওনা পিসি মনি
আর দুটো দিন থাকো,
অহনা সোনা বলছে তোমায়
এই কথা টা রাখো ।
[১৫]
খুকু করে রান্না
গোটা ডিমের বড়া,
ঢেলে দিল জল তাতে
পুরো এক ঘড়া ।
[১৬]
দেশের জন্য প্রান দিয়ে
শহীদ হল ক্ষুদিরাম,
দেশ বাসীর প্রাণে তাই
লেখা আছে তার নাম।
[১৭]
ক্লিং ক্লিং ক্লিং
হ্যালো, কে বলছেন?
খোকন সোনা বলছি
শুনতে কি পারছেন?
[১৮]
গাভীর রাত নিঃঝুম
সবার চোখে গভীর ঘুম,
দূর আকাশে জেগে চাঁদ
খুকুর চোখে দেয় চুম।
[১৯]
‘ক’ কেটে ‘চ’ কর
কিল হবে চিল,
‘চ’ কেটে ‘ব’ কর
চিল হবে বিল।
[২০]
অংক যদি কাঠিন লাগে
জোড় শেষে ‘ন’,
রঙ পেন্সিল হাতে নিয়ে
খুশি হয়ে চ।