শিকড় গরবে
অচিন্ত্য সরকার
মৃত্যু মিছিলে চলেছে ক্ষমতা বড়াই
ফাগুন হাওয়া জুড়ে গনগনে বিষ,
এর মাঝে চলমান রাজার লড়াই
কোকিলের কুহুতানে মিথ্যেরই শিষ।
কালবৈশাখীর মেঘ আকাশে করাল
ছারখার করে দেবে সুযোগ পেলেই,
আড় চোখে চোখাচোখি চলছে ভয়াল
উপড়ে নেবে চোখদু'টো সময় এলেই।
এরই মাঝে বছর যায় পিছু পিছু টানে
সরিয়ে সময় স্রোত অতীত গহ্বরে,
নতুন ফিরে তাকায় আগামীর পানে
জীবনের চাকা ঘোরে চলন্ত বহরে।
মৃদুবায়ু স্নেহে পাতা,ঝরুক নীরবে
এসো নব কিশলয়,শিকড় গরবে।