হয়ত ঝরা পাতার পথ বেয়ে
এখনো কিছুটা রাস্তা চলা যায়
হাতে হাত দিয়ে পাশাপাশি,
প্রেমের পানসি নাও বেয়ে।
সুনামির প্রভাব সয়ে যদি বাঁচি
শরীরে,মনে আর অনুভবে,
হয়ত বা বাঁচা যাবে কিছু ক্ষণ
তারপর...
তেল,নুন আর উত্তাপ অভাবে
আজকের পূর্ণ প্রেম মরবে!
তোমার আমার সখা সখিরা
যেমন পাপোষ পাতে দুয়ার দ্বারে।
এর চেয়ে ঢের ভালো শূন্যতা
তবু,প্রেম রবে শহীদের গরবে।