শখ
অচিন্ত্য সরকার

শখ টা যে যার ইচ্ছা মতো, প্রজাপতি রঙিন
শেষ-না-দেখা, মেঘ-ঘোলাটে অসীম মহাকাশ;
মামা-দাদা-নেতা-মন্ত্রী, মোটা হোমরা চোমরা
যে যেমন ইচ্ছে করো, তেমন থাকো তোমার
আমার শখ,আমার আকাশ,আমার অবকাশ।

পসরা নিয়ে বসেছে ফুল, মধু-ভরাট বুক,
যেমন শখ বাঁকা সোজা চাইতে পারো তোমার;
সে তোমাদের আপন মনের হকের সুখ।
সাত-জনমের শখ ফুলের,নেই পরোয়া ঠিকভুলের
গুনগুনিয়ে আসবে কবে,তার কালো ভোমরা।

আমি কবি কলম ধরি, দুঃখ-জ্বালা-ঢেকুর ভুলি
শখ টা আমার আজব ভারি, কলম হবে তরবারি;
শোধরাতে ভয় দেখাবো বলে, হাতে নেব তু্লি।
আমার লেখার ভয়ে জব্দ, করবে না আর টু শব্দ
জগৎ জুড়ে আছে যত, মিথ্যে-কালো কারবারি।

আমার কলম-যাদুর ছোঁয়ায়, মিথ্যা হবে ধ্বংস,
তোষামোদি করতে মানা, আর মানা ধরা ধামা,
পৃথিবীর টা দূষণমুক্ত হয়ে হবে আরও সবুজ;
ন্যায়ের শাসন আসবে, শুধরে যাবে কংস মামা,
সত্য টাকে বুঝবে যত, ধেড়ে খোকা অবুজ।