গভীর রাতে মেঘহীন আকাশ দেখেছ?
হাজার তারার মাঝে হঠাৎ,
একটি তারা দল ছুট হয়ে-
ছুটতে, ছুটতে,ছুটতে,
মিলিয়ে যায় কোন অজানায়!
তারপর, সীমাহীন মহাশূন্যের বুকে,
যত আলোকবর্ষ তুমি-
চেয়ে থাক,চেয়ে থাক,চেয়ে থাক,
আর কোথাও পাবে না তাকে-
গ্রহ,নক্ষত্র কিংবা তারকাদের ফাঁকে ।
হাজার তারার ফাঁকে উঁকি মারে,
কত শত মুখ-
মিটমিট্, মিটমিট্, মিটমিট্,
তবু তৃষিত বুক-
ধুক্ধুক্, ধুক্ধুক্, ধুক্ধুক্,
কোথা গেল সেই মুখ ?
একদিন বুকে টেনে দিয়েছিল যে,
স্বর্গসুখ, স্বর্গসুখ, স্বর্গসুখ।