সেই হাত
অচিন্ত্য সরকার
জানালা দিয়ে যে হাত মেঘমল্লার রাগে,
পাহাড়ী ঝর্ণার বাঁধন খুলে,ভরে দিতো
সাগরের কুল,
বালুকা তট লেহন করে করে,সব সুখ
লুটে নিয়ে,হঠাৎ আবিষ্কার করলে,
সে করেছে ভুল।
প্রজাপতি অঞ্জলিতে তারপুরা বেঁধে,
গঙ্গাজল ছিটিয়ে সব ভুল শুধরে নিয়ে,
চলে গেলে বহুদূর।
ঠিকানা গোপন করে,কপাট বন্ধ করে,
জোর করে ভুলে গেলে,কোমল বিশুদ্ধ
সব ক'টা মূল সুর।
গরাদে আটকে যাওয়া সেই সে হাত,
আজও বিশুদ্ধ ভরাট তানপুরা খোঁজে,
ঘুমহীন প্রতিরাতে।
বাইরে বাদল ঝরে অবিরাম ঝর ঝর,
ভিজে কলাপের অন্তরালে,ময়ুর কাঁদে
বেসুরো রক্তপাতে।