সততার অভ্যাসে
অচিন্ত্য সরকার
বিশুদ্ধ সততার অভ্যাস,দানবী লাম্পট্যে বিভ্রান্ত হয়ে,আমাকে শুধু আহত করেনি এক ঢিলে,আজও প্রতিদিন,প্রতিক্ষণ,প্রতিপল,আমার অবশিষ্ট জীবনী শক্তিকে মারছে তিলে তিলে।শীতল পাথর বুকে পাতা মৃত্যু ফাঁদে,বলেছিলো প্রেম আছে, সেদিন আপণ সততার অভ্যাসে তাদের চাতুরি কে সত্যি ভেবেছিলাম,মস্ত ভুলে।হাজার তারার চোখের ইশারা উপেক্ষা করে,আজও চন্দ্রযানের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে,গ্রহণ-ধরা চাঁদের বুকে খুঁজে চলেছি প্রাণের উষ্ণতা।বারে বারে তার বুকের রুক্ষ্ম টিলা,রক্তাক্ত করে চলেছে আমার বুক,তবু আপন সততার নাগপাশে খুঁজে ফিরি মরিচিকা-সুখ।প্রেমহীন রুক্ষ্ম দেশে জন্ম যার,কোথায় পাবে সে প্রেম রসের মণিহার?শুধু ধার করা আলোতে,অপ্সরা সেজে মিথ্যে বাহার।সত্যি আলোর তারারা আজও দূরের আকাশ থেকে ফিরে ফিরে চায়, ভালোবেসে।মেকি চাঁদ,আপন ছায়া দেখে তদের বুকে,ঈর্ষায় জ্বলে ওঠে,জানিনে কি চায়।আমি তবু,ছিড়তে পারিনে হায়,সততার অভ্যাসে বন্দি থাকি,পাথরে ক্ষত বিক্ষত রক্তাক্ত বুক অপত্য দুর্বলতার মোহে ঢাকি, তিক্ত সুখের আবছায়ায়।