সঙ্গে কে
অচিন্ত্য সরকার
দাদার সঙ্গে,দিদির সঙ্গে
কেও না কেও আছে রঙ্গে,
নলেন গুড়ের গন্ধে মাছি
ভান ভনায় ভোটের বঙ্গে।
সেবার হিড়িক বঙ্গ জুড়ে
বিজ্ঞাপনে সেবক ওড়ে,
হাওয়ায় ভাসা প্রতিশ্রুতি
ভোটের পরে কর্পূর ওড়ে
আমের সাথে দুধের বে
হাপুস হুপুস চুমুক দে,
আদাড়ে যে আঁটি গড়ায়
তার সঙ্গে থাকবে কে?