সময়
অচিন্ত্য সরকার
আমার সময় সে তো আমার
বেঁচে আছি ভাবনার অনুভব।
তোমরা বলো,সময়ের দাম অনেক
আমি তার অর্থ খুঁজি,হরপ্পা মহেজ্ঞোদারো
খুঁড়ে খুঁড়ে,ধ্বংসস্তুপের প্রতিটা ইটে।
কত মূল্য বৃথা হয়ে চাপা পড়ে আছে,
কত মূল্য ভষ্ম হয়ে ওড়ে বাতাস জুড়ে।
ইলোরার গুহা জুড়ে প্রেম পাষাণ
অলস সময় জুড়ে বরফে জমাট।
দুর্গের পাথর জানে সময়ের হিসেব
বৃথাই এঁটে চলা শুধু আঁটঘাট।
ধ্বংসের গলি জুড়ে অলস সময়,
শ্মশানের পোড়া কাঠে অলস সময়,
প্রেমহীন পৃথিবী জুড়ে অলস সময়,
দীর্ঘশ্বাস বুদবুদ হয়ে বেহিসাবী ওড়ে।
আমার সময় সে তো আমার
বেঁচে আছি ভাবনার অনুভব।