সাহারাবাসী মেঘবিলাসী
অচিন্ত্য সরকার
সাহাররার তপ্ত বালিতে শুয়ে শুয়ে
মেঘবালিকার স্বপ্নে হয়েছি মশগুল,
আগুন বালির ফোসকা পড়া তাপে
শ্মশানের পোড়া কাঠে ফোঁটাতে ফুল।
দেখেছি পাহাড় চূড়ায় সাজানো বনে
ক্ষণে ক্ষণে অজানা ভ্রমরের তান্ডব,
অনুভব করেছি দ্রপদীর বিরহীপণা
ঘরে রেখে মহাবীর স্বামী পঞ্চপান্ডব।
দেখেছি দুর্শাসনের লোলুপ লালসা
দেখেছি শকুনি মামার চাতুরী পাশা,
কলঙ্কিত চাঁদের সুনির্মল জোছনায়
কোকিলা খুঁজে ফেরে কাকের বাসা।
সাহারাবাসীর কাছে মেঘ মরীচিকা
অবুঝ মন তবু কিছুতেই না বোঝে,
মেঘের পানে কাতর চাতক মোহে
শুধু একফোঁটা বিশুদ্ধতার খোঁজে।