রথযাত্রা
অচিন্ত্য সরকার

আজ হলো রথযাত্রা
নেই তো খুশীর মাত্রা।
রাধা রানী রথে নাচে
নর নারী পাছে পাছে।
কৃষ্ণ আছে রাধার সাথে
মোহন বাঁশী লয়ে হাতে।
দড়ি ধরে সব রথ টানছে
ঘড় ঘড় ঘড় রথ চলছে।
বিরাট এক বসেছে মেলা
কেনা,কাটা চলছে খেলা।
কলা,কাঁঠাল,নারকেল
আনারস,পেয়ারা,বেল।
ফল আরও অনেক আছে
কি কিনবো ভাবছি পাছে!
মিষ্টি মিঠাই নাইবা পারি
ফল,ফুলোরি দেবনা ছাড়ি।
পুতুল টুতুল খেলনা কত
গাছের চারাও শত শত।
কাঠের কত সস্তা আসবাব
বিরিয়িনী,রোল আর কাবাব।
খোকা খুকুর মুখে হাসি
কিনবে রঙিন বেলুনবাঁশি।
আরো ভাবছে কিনবে গাড়ি
রাখবে সেটা নিজের বাড়ি।
বাজে কাঁসি,ঢাক,ঢোল
উঠছে মহা শোরগোল।
জগন্নাথ থাকে স্বর্ণ রথে
জনার্দনরা লুটোও পথে।