রাতের বাঁশবন
        অচিন্ত্য সরকার

গভীর রাতে বাঁশবাগানে
বাঁশগুলো সব নড়ে,
কারা যেন ফন্দি আঁটে
ভুতেদের ঐ গড়ে।

কটকট,টুপটাপ,ধুপধাপ
নানান শব্দ হয়,
ঘুম আসেনা ঝিঁঝিঁ ডাকে
বড্ড করে ভয়।

মাঝে মাঝে শেয়াল ডাকে
করুণ হুক্কা সুরে,
বাঁশ পরীদের ঘুম ভাঙে
বেড়ায় তারা ঘুরে।

পরীর সাথে কাজলা দিদি
আজও ঘোরে বনে,
মায়ের চোখে ঘুম আসেনা
তাকে পড়ে মনে।