তুমি এলে, তবে কেন এত বেশি দেরি করে!
সূর্য যখন মধ্যাহ্ন গগন থেকে উঁকি দিল পশ্চিমে
তুমি দিলে হাতছানি পূবের আকাশ থেকে –পূর্বাশা,
এক গোলার্ধ দূর থেকে দিলে উত্তাপহীন জ্যোতি।
কষ্টে ফিরেছি পূবে-ঠিক বেঠিকের দোলাচলে
টলমলে আত্মবিশ্বাস তুলেছে প্রাচির হৃদয় সুমুখে ।
দক্ষিণা বাতাস ঢুকতে দেয়নি সমাজমিতি নীতি
যদিও জেনেছি তুমিই আমার হারিয়ে যাওয়া মোতি।
কবির প্রেম বাউল পারা,লাভ লোকসান ক্লান্তি হারা
অতল গভীরে হৃদয় রসে যত্নে-পালা মুক্তা ;
মুক্তাহারে সাজাবে কারে, জানে না তো সুক্তি
পায় না কিছু দুঃখ ছাড়া, তবু মানে না সে যুক্তি।
তেমন থেকো হৃদয় তলে রাঙিয়ে অন্তঃদেশ
বহিরবেশে শান্তি থাকুক- সমাজ,নীতি, দেশ।