রঙের ছন্দ
        অচিন্ত্য সরকার
      
গাছেরা ভুলেছে পাতাঝরা,
      ফণি,আমফানে ত্রস্ত ধরা
            সেজেছে ফুলেল সাজে।
ফাগুন বাতাস দেয় দোল
     শিমুল,পলাশে হিল্লোল,
             মন বসে আর কি কাজে!

দুঃখ,ব্যথা যা আছে থাক,
      সযত্নে সবকিছু দূরে রাখ
           আয় মিলি রঙের ছোঁয়ায়।
শোক,তাপ আর মহামারি,
       হার, জিৎ,গালি,মারামারি
            সবকিছু ভুলে আজ আয়।

লাগলো যে প্রাণে দোল,
      এক সুরে আয় ধরি বোল
               মহামিলনের গানে গানে।
আড়চোখে আর দেখা নয়,
     জাত ধর্মের ভেদাভেদ নয়
              এবার মিলন প্রাণে প্রাণে।

শীত,গ্রীষ্মের দাপট ভুলে
      প্রকৃতি দিয়েছে মন খুলে
           আমরা কেন করি দ্বন্দ্ব ।
হাতে হাত ধরি মিলেমিশে
       মিথ্যে শঙ্কা এত কিসে!
          এসো মিলাই রঙের ছন্দ।