পূজো এলো
অচিন্ত্য সরকার
নীল আকাশে ভেসে বেড়ায়
সাদা মেঘের ভেলা,
নদীর তীরে বসেছে আজ
কাশ ফুলের মেলা ।
শরৎ এলো ,এলো পূজো
পড়াশুুনো শেষ,
অনেক খেলা, অনেক হাসি
দিন কাটবে বেশ ।
নতুন জামা ,নতুন জুতো
মায়ের নতুন শাড়ী,
মামা মাসি,ঠাম্মি পিসি
খুশিতে ভরা বাড়ি ।
মাছ মাংস, মিষ্টি মিঠাই
অভাব নেই কিছু ,
ঘোরা ঘুরি পুজো দেখা –
আরও কত কিছু ।
মা দুর্গা দশো ভুজা,
মর্তে এসো মা,
ঘুছিয়ে দাও শোক তাপ
দুঃখ আছে যা ।