প্রবাস-জ্বালা
      অচিন্ত্য সরকার

প্রবাস মানে অন্য জীবন
অন্য দেশে থাকা,
আপন জন নেই কোনো
জীবন টাই ফাঁকা।

দেশের মাটি দেশের বায়ু
শৈশবের বন্ধু যত,
হারিয়ে যায় এক নিমেষে
হৃদয়ে অশেষ ক্ষত।

চেনা মাঠ ঘাট, চেনা মুখ
সব হয়ে যায় পর,
ভীড়ের মাঝে বড্ড একা
ঘরের মাঝে বেঘর।

ঘর আছে সুখও আছে
হৃদয়টা শূন্য খাঁচা,
আনমনা হয় ক্ষণে ক্ষণে
মৃতের মতো বাঁচা।

প্রাণ সখা সব থাকে দূরে
স্মৃতিরা মন জুড়ে,
কাজের মাঝে একলা হয়ে
মণ টা আসে ঘুরে।