প্রেম নেই
           অচিন্ত্য সরকার        


ফেসবুকে বন্ধুর সংখ্যা
বাজার দামের মত বাড়ে,
তবু ভাল না লাগার
ক্ষণগুলো জমতে জমতে
একাকিত্বের বোঝা চাপে ঘাড়ে।

বন্ধুত্বের ছায়া ঘোরে রাতদিন
ক্লান্তিহীন ছোটে অন লাইন,
আহত বন্ধু কোন রাজপথে
রক্তমাখা  মুখে ছটপটায়
এস্টেটাস বেশ হবে,সেল্ফি তুলে নিন।

শিক্ষার হার বাড়ে,অধিকার বাড়ে
ইজমের চুলচেরা বিশ্লেষণে
বিতর্ক সভা ওঠে জমে,
হারায় আস্থা-বিশ্বাস-নির্ভরতা
আপাত আলোর মর্মে আঁধার জমে।

শিক্ষা হয়েছে আত্মাহীন
তত্ত্ব ও তথ্যের সম্ভার
অনুভব মননের যোগ নেই,
তাই তো পৃথিবীতে আজ-
       ‘’জ্ঞানের বিহনে প্রেম নেই’’।