প্রেম চোর
অচিন্ত্য সরকার
নানা ফুলের পরাগ মাখিস
ওরে প্রেম চোর,
মধুর মোহে মাতাল ঘুরিস
লজ্জা নেই তোর?
রঙিন ডানায় নাগর সাজে
ঘুরিস সকাল সাঁজ,
বেড়াস প্রেমের ছলনা করে
আর কি নেই কাজ?
দূত হয়ে বেশ লুটিস মজা
আমি লাজে মরি,
পরাগ ছোঁয়ায় মোহে পড়ে
কি যে আমি করি!
গর্ভে আমার পরাগ ঢালিস
অজানা কোন ফুলের,
ভাবিস কত জ্বালা আমার
তোর করা এ ভুলের!
তুই তো ঘুরিস ফুলে ফুলে
পরাগ মোহে মাতাল,
কলঙ্ক কালিমা বুকে নিয়ে
আমার কাটে কাল।