প্রায়শ্চিত্ত
অচিন্ত্য সরকার
যাপনের ক্লেদ বুকে সময় হলাহল।
পুঞ্জিত পাপ- শাসনে,মননে,দানে,শিক্ষায়,
সেবায়,বাণিজ্যে,পূজায়,প্রেমে,দুর্বলতায়।
আপন তাগিদে,নিজেই করবে শুদ্ধ।
স্বার্থপর সুখে ধ্বংস প্রকৃতি আঁচল।
উঁচু নাকে ন্যায়দন্ড শোঁকে স্বজন,পরজন,
সুযোগের মৌ গন্ধে,নীতি ভোলে প্রশাসন।
বিজ্ঞাপনী আড়ম্বরে গুণাগুণ রুদ্ধ।
মাতৃদুগ্ধে শিশুর বঞ্চনা,মুনাফা ছল।
শিথিল সম্পর্কে অবিশ্বাস কীটাণুর বাস,
গুটি সাজায় সুযোগ সন্ধানী অক্টোপাস।
সলফি সুখের মুখেরা মুখোশ শুদ্ধ।
ভোট,নোট চালিকা চক্রে ফলাফল।
পঙ্গুত্ব- জ্ঞান, মান,হৃদয়,প্রেম ও ভক্তিতে,
বেড়াল তপস্বী সাজে পোষণের শক্তিতে।
প্রতিবাদ কপাট ভয়ের দাপটে রুদ্ধ।
আঙুল তুলে বাঁচার চেষ্টা,বৃথা ফল।
সততার মোহে,যে রয় নিরপেক্ষ,নির্বিকার,
প্রতিবাদহীন দুর্বলতার পাপ ছুঁয়েছে তার।
করতে হবে প্রায়শ্চিত্ত,হতে বিশুদ্ধ।