প্রতীক্ষা
        অচিন্ত্য সরকার


খোলা ছাদে তখন মেঘের ছায়া
গাছের পাতা গুলো নিস্তরঙ্গ;
পৃথিবীর মুখে বিষণ্ণতার
কালি, যেন লেপটে আছে।
আমের মুকুল-ঝরা পথে
চেয়ে আছি,তুমি আসবে।

হালকা কালো মেঘের বুকে
দু’টি পাখি সাঁতরে চলেছে।
বারো জনের অত্যাচারে বিধস্ত
কুলগাছ তলায়, একজনও নেই।
শুধু আমিই চেয়ে আছি
মুকুল-ঝরা পথে,তোমার প্রতীক্ষা...

তুমি এলে-
         নব বর্ষার আনন্দ-ধারা নামত।
তুমি এলে না,এল কালবৈশাখী;
উদ্ধত ডাল ভেঙে
আমার প্রতীক্ষা কে চাপা দিল,
         ঝরা মুকুলের সাথে।