প্রাণের ঠাকুর
অচিন্ত্য সরকার
সহজ পাঠের কথা গুলো
আজও আছে মনে,
রবি ঠাকুর উঁকি মারেন
মনের কোনে কোনে।
ছোট্ট বেলার সবুজ দিন
প্রথম শেখা ছড়া,
মায়ের কোলে দুলে দুলে
রবি ঠাকুর পড়া।
আজকে যখন মাঝ বয়সে
ফিরে আবার তাকাই,
তিনি আছেন মনটি জুড়ে
আজও দেখতে পাই।