পিকচার কথা (২১-২৫)
          অচিন্ত্য সরকার

পিকচার কথা -৩২
     অচিন্ত্য সরকার

ছোট্ট মামনির জন্য কেনা সাইকেল  
ইটের দেওয়ালে আছে হেলান দিয়ে,
মামনি হয়েছে বড়,গেছে শ্বশুর বাড়ি
বুকে পাথর চেপে,দিয়েছি তার বিয়ে।


পিকচার কথা -34
     অচিন্ত্য সরকার

জলছবি জলাকার আলোর মাধুরী
কত রঙ খেলে যায় ভাবনা দর্পণে,
অপলক চেয়ে থাকা আহা মরি মরি
প্রহেলিকা দোলাচল দ্বান্দ্বিক মনে।


পিকচার কথা -35
      অচিন্ত্য সরকার

ঐতিহ্যের স্থাপত্য ইট গাঁথুনি খিলান
ঠায় দাঁড়িয়ে আছে ইতিহাস মেখে,
ভগ্ন ঠাকুর দালান আম বাগান পিছে
অপেক্ষা সুদিনের মা'র মুখ দেখে।


স্বাধীনতা স্পেশাল
     অচিন্ত্য সরকার

এসো,দুর্নীতিমুক্ত প্রশাসনের হাত ধরে
যৌক্তিক গণতন্ত্রের হিংসামুক্ত উৎসবে,
এসো,সাম্য ও মানবতার যুগল ধারায়
সুনীল আকাশের উদার মুক্তি বৈভবে।



   পিকচার কথা ৩৬
        অচিন্ত্য সরকার

গাঁয়ের পথের দু'ধার জুড়ে সবুজ গাছের সারি
ইঁট সুরকির ঢিবি কোথাও,দু'ধার জুড়ে মাঠ,
গাঁয়ের মা-বোন সাইকেল চেপে আগে আগে চলে
ঘর সংসার সব সামলে, সামলে বাজার ঘাট।


(বি. দ্র. কবিতা ক্লাবে প্রকাশিত সংখ্যা শিরোনাম হিসেবে উল্লেখিত)