পিকচার কথা (৩৭-৪১)
অচিন্ত্য সরকার
পিকচার কথা -৩৭
অচিন্ত্য সরকার
দুর্বার নরম কোলে শিউলি ঢলে
নদীর তীরে দুলে ওঠে কাশফুল,
শরৎ আকাশে সাদা মেঘের পট
মা'র বন্দনায় চাই ধূপ,দীপ ফুল।
পিকচার কথা -৩৮
অচিন্ত্য সরকার
উৎসবে মেতেছে সবাই রঙ লেগেছে মনে
আলোর বাহারে সেজেছে প্রতিটা বাড়ি,
ফুল-ফল-দীপ-ধূপ-প্রদীপ পূজা উপাচারে
ভাইয়ের যমের দোরে বোন দেয় আড়ি।
পিকচার কথা -৩৯
অচিন্ত্য সরকার
সারি সারি গাছ,ফুলে ফুলে ভরা,
দু'পাশে দাঁড়িয়ে সজাগ পাহারায়
সাজিয়েছে ডালি পথ চেয়ে তার
বীথি পথে যে পাতার নূপুর পায়।
পিকচার কথা -৪০
অচিন্ত্য সরকার
অতল সমুদ্র যেখানে দিগন্তে শেষে
নতুন সূর্য ওঠে আঁধার রাত্রি শেষে,
রক্তিম আকাশ জুড়ে নতুনের ডাক
রঙিন মেঘের ডানায় স্বপ্নের হাঁকডাক।
পিকচার কথা -৪১
অচিন্ত্য সরকার
সোনালী বালুটতে সাগরের নীল জল
পরিযায়ী পাখিদের চলে কোলাহল,
গাছের তলায় বসে আরাম কেদারায়
মিঠেল রোদের সাথে মন চলাচল।
(বি. দ্র. -কবিতা ক্লাবে প্রকাশিত সংখ্যা শিরোনাম হিসেবে উল্লেখিত)